মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রূপালী ব্যাংকের ৫৮৭তম শাখা উদ্বোধন

নতুন এ শাখা উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনগণ আরো দ্রুত, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার সুযোগ পাবে, যা এলাকার অর্থনৈতিক গতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

নয়া দিগন্ত অনলাইন
টঙ্গীবাড়ীতে রূপালী ব্যাংকের ৫৮৭তম শাখা উদ্বোধন
টঙ্গীবাড়ীতে রূপালী ব্যাংকের ৫৮৭তম শাখা উদ্বোধন |নয়া দিগন্ত

জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে বিজয়ের মাসে মুন্সীগঞ্জে রূপালী ব্যাংকের ৫৮৭তম শাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) জেলার টঙ্গীবাড়ীতে রূপালী ব্যাংক পিএলসি’র ৫৮৭তম বালিগাঁও শাখার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো: ওয়াহিদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে ব্যাংককর্মীদের গ্রাহকদের সেবক হওয়ার নির্দেশনা দেন। এ সময় তিনি রূপালী ব্যাংকের অ্যাপস ও মোবাইল ব্যাংকিং সেবা রূপালী ক্যাশের সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আহ্বান জানান।

রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিমের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জের জোনাল ম্যানেজার মো: সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো: ইসমাইল হোসেন শেখ।

অনুষ্ঠানে বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন ও বিএনপির বালিগাঁও ইউনিয়ন সভাপতি আবু সাইদ ভূইয়া, ব্যাংকের বালিগাঁও শাখার ব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এ শাখা উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনগণ আরো দ্রুত, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার সুযোগ পাবে, যা এলাকার অর্থনৈতিক গতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।