বাংলাদেশ ও আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে “আফ্রিকা-বাংলাদেশ ট্রেড শো ও বিজনেস সামিট ২০২৫।”
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আগামী ১২ থেকে ১৩ নভেম্বর ২০২৫ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থান নির্ধারণ করা হয়েছে ডি লিওপল হোটেল, আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
আয়োজক ও উদ্দেশ্য ইভেন্টটি যৌথভাবে আয়োজন করছে আফ্রিকা-বাংলাদেশ বিজনেস ফোরাম (ABBF) এবং ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাস।
আয়োজকদের মতে, এই সম্মেলন হবে দুই অঞ্চলের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের একত্রিত করার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা বাংলাদেশ ও আফ্রিকার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন অধ্যায় সূচনা করবে। ইভেন্টের মূল লক্ষ্য সামিটের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের রপ্তানিকারক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আফ্রিকার বিভিন্ন দেশের ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা। বাংলাদেশের তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, হালকা প্রকৌশল ও চামড়াজাত শিল্পখাত আফ্রিকার বাজারে প্রবেশের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।
প্রদর্শনী ও ব্যবসায়িক কার্যক্রম দুই দিনব্যাপী এই সামিটে থাকবে ব্যবসায়িক প্রদর্শনী, বিনিয়োগ বিষয়ক আলোচনা, রপ্তানি চুক্তি স্বাক্ষর এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বিষয়ক সেশন। এতে অংশ নেবেন দুই অঞ্চলের সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা।
কিংম্যানসা ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন
সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হবে Kingmansa.com-এর আনুষ্ঠানিক উদ্বোধন—যা প্রথম B2B ডিজিটাল মার্কেটপ্লেস, বাংলাদেশের রপ্তানিকারকদের আফ্রিকার ৫৪টি দেশসহ বিশ্বব্যাপী ক্রেতাদের সঙ্গে সংযুক্ত করবে।
Kingmansa Solutions Inc. (Canada) দ্বারা উন্নীত এই প্ল্যাটফর্মটি ডিজিটাল পেমেন্ট, লজিস্টিকস এবং কমপ্লায়েন্স টুল একত্রিত করে সীমান্তপারের বাণিজ্যকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে লক্ষ্য রাখছে।
সম্মেলনের বিশেষ এক অধিবেশনে Kingmansa.com-এর উদ্বোধন ঘোষণা করা হবে, যা আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে ডিজিটাল বাণিজ্য সংযোগের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এই উদ্যোগটি ABBF-এর মিশনকে আরও শক্তিশালী করবে, রপ্তানিকারক ও আমদানিকারকদের জন্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল সেতুবন্ধন তৈরি করে টেকসই ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে।
অংশগ্রহণকারীদের জন্য সুবিধা আয়োজক পক্ষ ABBF জানিয়েছে,অংশগ্রহণকারীদের জন্য ভিসা ও প্রোটোকল সাপোর্ট, ব্যবসায়িক নেটওয়ার্কিং সুযোগ এবং আফ্রিকার সম্ভাবনাময় বাজার সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ার ব্যবস্থা থাকবে। অংশগ্রহণকারীরা নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজে বের করার ও বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ের সুযোগও পাবেন।
বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত বিশেষজ্ঞরা মনে করছেন, এই সম্মেলন বাংলাদেশের জন্য আফ্রিকা মহাদেশে বাণিজ্য সম্প্রসারণের একটি বড় সুযোগ তৈরি করবে। এটি রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আফ্রিকার দেশগুলোও বাংলাদেশের মানসম্মত ও সাশ্রয়ী পণ্য আমদানিতে আগ্রহী হবে বলে ব্যবসায়ী নেতারা মত দিয়েছেন।
ইভেন্টের সময়সূচি
তারিখ: ১২–১৩ নভেম্বর ২০২৫
স্থান: ডি লিওপল হোটেল, আদ্দিস আবাবা, ইথিওপিয়া
আয়োজক পক্ষের বক্তব্য আফ্রিকা বাংলাদেশ বিজনেস ফোরাম (ABBF)-এর প্রেসিডেন্ট জনাব জহিরুল হক বলেন, বাংলাদেশ ও আফ্রিকার মধ্যে এই সম্মেলন হবে একটি নতুন সূচনা। আমাদের লক্ষ্য দুই অঞ্চলের উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, যাতে তারা যৌথভাবে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিতে পারেন।
ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি আরও বলেন,বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও রপ্তানিকারকরা আফ্রিকায় নতুন বাজার খুঁজে পাবেন। এটি দুই অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।”
তথ্যসূত্র : Africa Bangladesh Business Forum (ABBF)
 
 



