শিশু তাইয়েবা হত্যার বিচার দাবি নারী উন্নয়ন শক্তির

নারী উন্নয়ন শক্তি (এনইউএস) শিশু তাইয়েবা হত্যার দ্রুত বিচার ও বাদি পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নারী উন্নয়ন শক্তি (এনইউএস)-এর লোগো
নারী উন্নয়ন শক্তি (এনইউএস)-এর লোগো |সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছৈয়ালকান্দি গ্রামের ৬ বছরের শিশু তাইয়েবা হত্যার ঘটনায় নারী উন্নয়ন শক্তি (এনইউএস) গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনটির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন এক বিবৃতিতে বলেন, ‘শিশুর নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকেই আতঙ্কিত করেছে। এ ঘটনায় দায়ের করা মামলার বাদি পরিবার ক্রমাগত আসামিপক্ষের হুমকি ও চাপের মুখে রয়েছে। এই ভয়ভীতি ন্যায়বিচারের পথে বড় বাধা সৃষ্টি করছে।’

নারী উন্নয়ন শক্তি জানিয়েছে, তারা আজ সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত আবেদন জমা দিয়েছে এবং সরাসরি ওসির সাথে কথা বলে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা ও বাদি পরিবারের নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছে।

ড. আফরোজা পারভীন বলেন, ‘শিশু তাইয়েবা হত্যার মতো জঘন্য অপরাধের বিচার না হলে সমাজে ভয়াবহ দৃষ্টান্ত তৈরি হবে। আসামিপক্ষের পক্ষ থেকে প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা পুলিশের প্রতি আহ্বান জানাই যেন দ্রুত সব আসামিকে আইনের আওতায় আনা হয় এবং বাদি পরিবারকে সর্বাত্মক নিরাপত্তা প্রদান করা হয়।’

তিনি আরো বলেন, ‘নারী উন্নয়ন শক্তি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে- এ মামলার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে এবং বাদি পরিবারকে আইনি, সামাজিক ও নিরাপত্তামূলক সহায়তা প্রদান করতে হবে।’

সংগঠনটি সকল গণমাধ্যম, মানবাধিকার সংগঠন এবং সচেতন নাগরিকদের শিশু হত্যার বিরুদ্ধে একসাথে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তি