কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জোবায়ের ইসলাম পেয়েছেন জেসিআই বাংলাদেশ ‘টপ আউটস্ট্যান্ডিং ইয়ংপারসন’ অ্যাওয়ার্ড ২০২৫। কৃষিখাতে টেকসই উন্নয়ন ও আধুনিক উদ্যোক্তা তৈরিতে তাকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। তিনি কৃষিভিত্তিক উদ্যোগ ‘সুখের খামার’র সহ-প্রতিষ্ঠাতা।
সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
সুখের খামারের অবস্থান বগুড়ার কাহালুর বাঁকাদিঘী পাড়ে। কৃষির প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই তিনি ১৯ বছরের নাগরিক জীবনের ইতি টেনে চলে আসেন গ্রামে এবং কৃষিভিত্তিক উদ্যোগ শুরু করেন। এ উদ্যোগের মাধ্যমে আধুনিক চাষাবাদ, স্বচ্ছ ব্যবস্থাপনা ও কমিউনিটিভিত্তিক বিনিয়োগের মাধ্যমে তিনি নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষির উন্নয়নে কাজ করছেন। তার এ উদ্যোগ এরইমধ্যে দেশের কৃষি খাতে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে তাদের সুখের খামারে আছে গরু, ছাগল, ভেড়া, ধানক্ষেত, পুকুর, ফলের বাগানসহ এগ্রো রিসোর্ট।
পাশাপাশি তারা ‘সুখের খামার এগ্রো ভিলেজ’ নামে বাংলাদেশের প্রথম কমিউনিটিভিত্তিক কৃষি প্রকল্প শুরু করেছেন। ৩০ বিঘায় গড়ে ওঠা এ প্রকল্পে থাকছে সমন্বিত কৃষি খামার, এগ্রো রিসোর্ট, ফাউন্ডেশন, মসজিদ ও হাফেজিয়া এতিমখানা মাদরাসা। চাইলে এ প্রকল্পে যে কেউ অংশীদার হতে পারবেন।
জোবায়ের ইসলাম বলেন, কাজের জন্য যেকোনো স্বীকৃতি কাজের প্রতি আরো দায়িত্বশীল করে তোলে। তেমনি জেসিআইয়ের এ অ্যাওয়ার্ড দেশের কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আনার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এ ছাড়া এ অ্যাওয়ার্ড সুখের খামারের সাথে যুক্ত প্রতিটি অংশীদার ও শুভানুধ্যায়ীর সম্মিলিত বিশ্বাস ও সহযোগিতার ফসল। বিজ্ঞপ্তি



