বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি প্রশাসক বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহতকরণ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
তিনি বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও আপসহীন নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম বাংলাদেশের মানুষকে আজীবন অনুপ্রাণিত করবে।’
ডিএনসিসি প্রশাসক আরো বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় তার অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং দেশপ্রেমিক অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
দোয়া মাহফিলের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় প্রধানগণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট সিনিয়র সহ-সভাপতি কাজী আলমগীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বাবু প্রচার সম্পাদক মোহাম্মদ গাদ্দাফি হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- ইস্কে ভেজেশন ইউনিয়ন রেজি ৪৭৭৩ সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, সভাপতি মোহাম্মদ জামাল হোসেন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)রেজি ৬০২৫



