সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম লো কস্ট-নো কস্ট ডিপোজিট, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ হতে আদায়ে গুরত্বারোপ করেন।
এতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এছাড়াও মহাব্যবস্থাপক মো: ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো: মইন উদ্দিন মাসুদ ও সালামুন নেছাসহ সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি