জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে রূপালী ব্যাংকে প্রস্তুতি সভা

এ সময় ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম সরকার ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা কর্মসূচি গুরুত্বসহকারে পালনের নির্দেশনা প্রদান করেন।

নয়া দিগন্ত অনলাইন
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে রূপালী ব্যাংকে প্রস্তুতি সভা
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে রূপালী ব্যাংকে প্রস্তুতি সভা |নয়া দিগন্ত

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।

এ সময় তিনি সরকার ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা কর্মসূচি গুরুত্বসহকারে পালনের নির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের ঘোষিত কর্মসূচি পালনে সক্রিয়ভাবে অংশ নিতে নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো: হারুনুর রশিদ।

এছাড়াও এ সভায় ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শাহেদুর রহমান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো: ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো: মাঈন উদ্দিন মাসুদ, সালামুন নেসাসহ উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি