খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকের দোয়া

সভায় শোক প্রস্তাব ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের সভায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়
রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের সভায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় |সংগৃহীত

বাংলাদেশের প্রথম ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের সভায় গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সভায় শোক প্রস্তাব ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা, পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, সোয়ায়েব আহমেদ, এ.বি.এম. শওকত ইকবাল শাহীন, মুজিব আহমদ সিদ্দিকী ও এ এইচ এম মঈন উদ্দীন এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম অংশ নেন।

এ ছাড়া ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।