দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা ও প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) ২০২৫-২০২৭ মেয়াদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এই পদে বিদায়ী সভাপতি আলমগীর কবিরের স্থলাভিষিক্ত হলেন।
চার দশকেরও বেশি সময় ধরে তিনি সিমেন্ট, এলপিজি, পেট্রোকেমিক্যাল, শিপিং, খাদ্য প্রক্রিয়াকরণ, রিয়েল এস্টেটসহ দেশের গুরুত্বপূর্ণ শিল্পখাতে নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছেন। তিনি সিকম গ্রুপ এবং প্রিমিয়ার সিমেন্ট-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমানে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) সভাপতির দায়িত্বও পালন করছেন।
ব্যবসা ও শিল্পে অসামান্য অবদানের জন্য তিনি একাধিকবার সিআইপি হিসেবে সম্মানিত হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাজ্য থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চট্টগ্রাম চেম্বার ও এফবিসিসিআইর পরিচালক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নতুন সভাপতি হিসেবে তার নেতৃত্বে বাংলাদেশের সিমেন্ট শিল্প আরো সংগঠিত, উদ্ভাবনী ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে—এমনটাই আশা করছেন খাতসংশ্লিষ্টরা।
মোহাম্মদ আমিরুল হক শুধুই একজন শিল্পপতি নন; তিনি একজন মানবিক, দূরদর্শী ও সমাজদায়ী নেতা, যিনি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এক নিরলস প্রেরণা। বিজ্ঞপ্তি।