রূপালী ব্যাংকের বিশেষ কর্মসূচিতে শীর্ষ অর্জনকারীদের সম্মাননা

শীর্ষ অর্জনকারী ইউনিটগুলোকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও সেবা, কর্মদক্ষতা ও সফলতার এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
ব্যাংকের বিশেষ কর্মসূচিতে শীর্ষ অর্জনকারীদের সম্মাননা
ব্যাংকের বিশেষ কর্মসূচিতে শীর্ষ অর্জনকারীদের সম্মাননা |নয়া দিগন্ত

রূপালী ব্যাংক পিএলসি’র ১০০ দিনের বিশেষ কর্মসূচিতে উৎকৃষ্ট সাফল্য অর্জনকারী শীর্ষ শাখা, জোনাল অফিস ও বিভাগীয় কার্যালয়কে সম্মাননা জানাতে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৬ নভেম্বর) দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি অনলাইনে যুক্ত থাকা শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার ও বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময়কালে ব্যবস্থাপনা পরিচালক ১০০ দিনের বিশেষ কর্মসূচিকে অত্যন্ত সফল হিসেবে উল্লেখ করেন।

তিনি শীর্ষ অর্জনকারী ইউনিটগুলোকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও সেবা, কর্মদক্ষতা ও সফলতার এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা ও মো: আবুল হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।