এমপি এয়ার-এর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত

‘হাজীরা আল্লাহর মেহমান। তাদের কোনোরূপ কষ্ট না দিয়ে উত্তম আচরণ ও উত্তম সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিই আকিজ গ্রুপের একমাত্র লক্ষ্য।’

নয়া দিগন্ত অনলাইন
এমপি এয়ার-এর আয়োজনে হজ পুনর্মিলনী ও আলোচনা সভা
এমপি এয়ার-এর আয়োজনে হজ পুনর্মিলনী ও আলোচনা সভা |সংগৃহীত

রাজধানীতে আকিজ গ্রুপের হজ ব্যবস্থাপনা বিষয়ক অঙ্গপ্রতিষ্ঠান এমপি এয়ার-এর আয়োজনে হজ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় মতিঝিলের খলিল হোটেলের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমপি এয়ার-এর ব্যবস্থাপনা অংশীদার মো: শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ অ্যান্ড আজিজ হোল্ডিংসে উপদেষ্টা মাহমুদুল বারি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘হাজীরা আল্লাহর মেহমান। তাদের কোনোরূপ কষ্ট না দিয়ে উত্তম আচরণ ও উত্তম সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিই আকিজ গ্রুপের একমাত্র লক্ষ্য।’

তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠান পরিচালনা ব্যয়ের সাথে সীমিত ব্যবসার মাধ্যমে আন্তরিক সেবার মানসিকতা নিয়েই এমপি এয়ার তাদের কার্যক্রম পরিচালনা করে।

সভাপতির বক্তব্যে শাহিদুল আলম বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা হাজীদের নানারকম লোভনীয় অফার দিয়ে হজে নিয়ে যায় ঠিকই, কিন্তু প্রতিশ্রুত সেবা না দিয়ে তাদেরকে কষ্ট দেয়। এক্ষেত্রে সেবা ও বিশ্বস্ততায় এমপি এয়ার সম্পূর্ণ ব্যতিক্রম।

অনুষ্ঠানে আগত হাজীদের মধ্য থেকে কয়েকজন আকিজ গ্রুপের হজ বিষয়ক প্রতিষ্ঠান এমপি এয়ার-এর সেবা এবং হজ পরিচালনা দক্ষতায় সন্তুষ্টি প্রকাশ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দারুস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল শাইখ আব্দুন নুর বিন আবু সাঈদ আল মাদানী। তিনি কুরআন-হাদিসের আলোকে ইবাদাত, হজের গুরুত্ব ও নিয়ম-কানুন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ শতাধিক নারী ও পুরুষ। দুপুরের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি

Topics