ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

সভায় কোম্পানি যেন আগের মতো সুনাম ও খ্যাতির সাথে ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য প্রযোজ্য ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন শেয়ারহোল্ডাররা।

নয়া দিগন্ত অনলাইন
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা |নয়া দিগন্ত

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির বর্তমান অবস্থা থেকে উত্তরণে বর্তমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পদক্ষেপের উপর তাদের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে বলে অভিমত প্রকাশ করেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার গুলশান শুটিং ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব মুন্সি সফিউল হক। এ সময় ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক নাদিম এ চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক মনোনীত স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মইনুদ্দিন মাহমুদ, স্বতন্ত্র পরিচালক জনাব ফখরুদ্দিন আহমেদ, মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ একলাজ উদ্দিন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগকৃত প্রশাসক মো: ফেরদাউস হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া প্রতিষ্ঠানের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো: আব্দুল হান্নান, নিরীক্ষা প্রতিষ্ঠান সাইফুল শামসুল আলম অ্যান্ড কো. এর প্রতিনিধি, স্ক্রুটিনাইজিং প্রতিষ্ঠান সুরাইয়া পারভিন অ্যান্ড অ্যাসোসিয়েটস’র প্রতিনিধি, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন ।

সভায় কোম্পানি যেন আগের মতো সুনাম ও খ্যাতির সাথে ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য প্রযোজ্য ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন শেয়ারহোল্ডাররা। এছাড়া কোম্পানির পক্ষ থেকে সকল শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।- বিজ্ঞপ্তি