ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সল্যুশনস বাংলাদেশে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে হিসাবরক্ষণ ও কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরো দক্ষ ও আধুনিক করতে প্রযুক্তি গ্রহণে নেতৃত্বদানকারী ঢাকা শহরের কর ও হিসাব পেশাজীবী কমিউনিটির অবদানকে স্বীকৃতি ও সম্মান জানিয়েছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), কোম্পানি সেক্রেটারি (সিএস) এবং ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার (আইটিপি)-দের অবদানকে সম্মান জানাতে ট্যালি ‘ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং টাইটানস’ শীর্ষক একটি সরাসরি (অন-গ্রাউন্ড) ইভেন্টের আয়োজন করে, যেখানে ২০ জন বিশিষ্ট পেশাজীবীকে পুরস্কৃত করা হয়। এ অনুষ্ঠানে কর ও হিসাব পেশাজীবী কমিউনিটির ১২০ জনেরও বেশি সদস্য অংশ নেন।
এ উদ্যোগ সম্পর্কে নিজের মতামত জানাতে গিয়ে ট্যালি সল্যুশনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রজিত কুমার দাশ বলেন, ‘সিএ, সিএমএ, সিএস ও আইটিপি কমিউনিটি এ অঞ্চলের এমএসএমই খাতে প্রযুক্তি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যার মাধ্যমে ব্যবসাগুলো সমন্বিত ব্যবসা ব্যবস্থাপনা সমাধান গ্রহণ করতে পারছে। ট্যালিতে আমাদের লক্ষ্য শুধু এমএসএমইদের হিসাবরক্ষণ ও বুককিপিং সহজ করা নয়, বরং তাদের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমকে আরো সরল ও কার্যকর করে তোলা। ‘ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং টাইটানস’ উদ্যোগের মাধ্যমে আমরা এই ইকোসিস্টেমে ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক পরিবর্তন আনার ক্ষেত্রে তাদের অবদানকে স্বীকৃতি ও উদযাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বাংলাদেশের কর ও হিসাব সংক্রান্ত ইকোসিস্টেম এমএসএমই উদ্যোক্তাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে আসছে। ট্যালির ব্যতিক্রমধর্মী ‘ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং টাইটানস’ উদ্যোগটি এই নেটওয়ার্কের ধারাবাহিক প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়ার লক্ষ্য নিয়ে পরিকল্পিত এবং ঢাকায় আয়োজিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইতোমধ্যে ১০০ জনেরও বেশি পেশাজীবীকে সম্মাননা জানানো হয়েছে।
ট্যালি সল্যুশনস ট্যাক্স ও অ্যাকাউন্টিং পেশাজীবী কমিউনিটির সাথে একযোগে প্রযুক্তি গ্রহণ ত্বরান্বিত করা, ব্যবসায়িক কার্যক্রম সহজীকরণ এবং ব্যবসাগুলোকে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ।
ট্যালি সল্যুশনস সম্পর্কে
ট্যালি সল্যুশনস প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক সফটওয়্যার শিল্পের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান। ১৯৮৬ সালে যাত্রা শুরুর পর থেকে ট্যালির সহজ কিন্তু শক্তিশালী পণ্যগুলো ব্যবসা পরিচালনার ধরনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তিন দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে যুগান্তকারী প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ট্যালি উদ্ভাবন ও নেতৃত্বের অনন্য প্রতীক হয়ে উঠেছে। ১০০টিরও বেশি দেশে বিভিন্ন শিল্পখাতে কয়েক মিলিয়ন ব্যবহারকারীর আস্থা অর্জনকারী এই ব্র্যান্ডের রয়েছে বৃহত্তম পার্টনার ইকোসিস্টেমগুলোর একটি, যা প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত থেকে গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে।



