ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির আন্দোলন কর্মসূচি

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের ১০ম গ্রেড প্রদান, পদোন্নতি, মন্ত্রণালয়ে থেকে শতভাগ বেতন-ভাতাদি ও শতভাগ আনুতোষিক প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি।

নয়া দিগন্ত অনলাইন

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের ১০ম গ্রেড প্রদান, পদোন্নতি, মন্ত্রণালয়ে থেকে শতভাগ বেতন-ভাতাদি ও শতভাগ আনুতোষিক প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের ( ক্র্যাব ) তলার কনফারেন্স হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন। বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি আলতাব হোসেন। এতে আগামী ২২ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি আদায় না হলে প্রয়োজনে ২৩ ও ২৪ ডিসেম্বর ৬৪টি জেলায় একযোগে কর্মবিরতিসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তারপরও যদি যৌক্তিক দাবি বাস্তবায়ন না হয় তবে আগামী ৭ জানুয়ারি জাতীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সমিতি মহাসমাবেশ আহবান করবে। প্রয়োজনে লাগাতার কর্মবিরতি কর্মসূচি দেয়া হবে।

সংবাদ সম্মেলনে সমিতির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন সমিতির অর্থ সম্পাদক মীর আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক বাদল চন্দ্র দাস, আশরাফ উদ্দিন বাবু প্রমুখ। বিজ্ঞপ্তি