বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দু’ হাজার ২৩৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল এক হাজার ৯০৯ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের সামগ্রিক হিসেবেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত প্রবাসীরা মোট সাত হাজার ১৩৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ছয় হাজার ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। বাসস