বাংলাদেশ ব্যাংক (বিবি) অফশোর ব্যাংকিং ইউনিটসমূহকে (ওবিইউ) বিশেষায়িত অঞ্চলে অবস্থিত সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন নয়- এমন প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক অর্থায়নের সুযোগ দেয়ার অনুমতি দিয়েছে। একই সাথে, ওবিইউগুলোকে অবিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর জন্যও বাণিজ্যিক অর্থায়নের পরিসর বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে।
এই উদ্দেশ্যে আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে এ সংশোধনীর বিষয়টি অবহিত করার নির্দেশ দিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ওবিইউগুলো তাদের নিজস্ব ব্যাংকের অনুমোদিত ডিলারের (এডি) মাধ্যমে বিশেষায়িত অঞ্চলে অবস্থিত সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন নয়- এমন প্রতিষ্ঠানগুলোকে বায়ার’স ক্রেডিট, অ্যাকসেপ্টেড বিল ফাইন্যান্সিং এবং অন্যান্য অনুমোদিত উপকরণের মাধ্যমে নির্ধারিত মেয়াদের জন্য বাণিজ্যিক অর্থায়ন করতে পারবে।
এছাড়া, অন্যান্য ব্যাংকের এডির মাধ্যমেও অর্থায়নের ব্যবস্থা করা যেতে পারে, তবে এর জন্য পূর্ণাঙ্গ ঝুঁকি মূল্যায়ন, প্রতিপক্ষের এক্সপোজার এবং সীমা নির্ধারণসহ প্রযোজ্য হবে। এ ধরনের অর্থায়ন বিদ্যমান সতর্কতামূলক ঋণনীতি ও যথাযথ যাচাই প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করতে হবে।
বিবি আরো জানিয়েছে, অবিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একইভাবে ওবিইউগুলো বাণিজ্যিক অর্থায়ন করতে পারবে, যা নিজস্ব ব্যাংকের এডির মাধ্যমে পরিচালিত হবে এবং অনুমোদিত বায়ার’স ক্রেডিট, অ্যাকসেপ্টেড বিল ফাইন্যান্সিংসহ অন্যান্য বৈধ উপকরণ ব্যবহার করে নির্ধারিত মেয়াদের জন্য কার্যকর হবে।
এক্ষেত্রেও অন্যান্য ব্যাংকের এডির মাধ্যমে অর্থায়নের সুযোগ থাকবে, তবে তা ঝুঁকি মূল্যায়ন ও সীমা নির্ধারণসহ প্রযোজ্য শর্তাবলি পূরণ সাপেক্ষে করতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
সূত্র : বাসস



