২১ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়লো ২৪.৩ শতাংশ

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল এক হাজার ৬৩৪ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |ইন্টারনেট

সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বেড়ে দুই হাজার ৩১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল এক হাজার ৬৩৪ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ছয় হাজার ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল পাঁচ হাজার ৭৭২ মিলিয়ন মার্কিন ডলার।