অগ্রিম রফতানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের শর্ত প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক

রফতানি আয়ের বিপরীতে বিদেশী ক্রেতাদের প্রদত্ত অগ্রিম অর্থের ১০ শতাংশ আর সংরক্ষণে রাখতে হবে না। তবে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |সংগৃহীত

ক্ষুদ্র রফতানিকারকদের সুবিধার্থে এবং ব্যবসা আরো সহজ করতে বিদেশী ক্রেতাদের কাছ থেকে অগ্রিম পাওয়া রফতানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রফতানি আয়ের বিপরীতে বিদেশী ক্রেতাদের প্রদত্ত অগ্রিম অর্থের ১০ শতাংশ আর সংরক্ষণে রাখতে হবে না। তবে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রফতানিকারকের অবশ্যই একটি বৈধ ও নিশ্চিত এলসি বা রফতানি চুক্তি থাকতে হবে, যার ভিত্তিতে পণ্য রফতানি করা হবে। রফতানিকারকের পূর্ববর্তী রফতানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং অর্ডার বাস্তবায়নের জন্য যথেষ্ট সক্ষমতা থাকতে হবে। এছাড়া বিদেশী ক্রেতাদের কাছ থেকে প্রাপ্ত অগ্রিম অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে। বাসস