রেমিট্যান্স প্রবাহ ১৩ দিনে বেড়েছে ১৩.৫ শতাংশ

জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ছয় হাজার ২০৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল পাঁচ হাজার ২৮৮ মিলিয়ন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |বাসস

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩ দশমিক পাঁচ শতাংশ বেড়ে এক হাজার ৩০৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

আজ সোমবার এ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল এক হাজার ১৫০ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ছয় হাজার ২০৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল পাঁচ হাজার ২৮৮ মিলিয়ন ডলার।

সূত্র : বাসস