অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহে ৯.৯ শতাংশ প্রবৃদ্ধি

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল দু’ হাজার ১২৯ মিলিয়ন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |সংগৃহীত

চলতি অক্টোবর মাসের ২৮ দিনে আগের বছরের একই সময়ে তুলনায় দেশে রেমিট্যান্স প্রবাহে নয় দশমিক নয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসীরা দেশে দু’ হাজার ৩৩৯ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল দু’ হাজার ১২৯ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট নয় হাজার ৯২৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল আট হাজার ৬৭২ মিলিয়ন ডলার। বাসস