শিল্প খাতে গ্যাসের দাম বাড়লো ৩৩ শতাংশ

শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। কমিশনের এ সিদ্ধান্ত আজ রোববার থেকেই কার্যকর হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
শিল্পখাতে গ্যাসের দাম বাড়ল
শিল্পখাতে গ্যাসের দাম বাড়ল |বিবিসি

শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। কমিশনের এ সিদ্ধান্ত আজ রোববার থেকেই কার্যকর হচ্ছে।

বিইআরসির এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। আর ক্যাপটিভে গ্যাসের দাম এখনকার ৩০ দশমিক ৫০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়েছে।

বিইআরসির এ সিদ্ধান্তের ফলে শিল্প খাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়লো।

এর আগে পেট্রোবাংলা বর্তমান গ্রাহকদের জন্য দাম অপরিবর্তিত রেখে নতুন গ্রাহকদের জন্য দাম বাড়ানোর সুপারিশ করেছিল।

পরে গত ফেব্রুয়ারিতে পেট্রোবাংলার প্রস্তাবের ওপর শুনানি করেছিল বিইআরসি। তখন পেট্রোবাংলা গ্যাসের দাম না বাড়ালে ১৬ হাজার কোটি টাকা ঘাটতি হবে বলে তথ্য দিয়েছিল। কিন্তু শুনানিতে অংশ নিয়ে ব্যবসায়ীরা পেট্রোবাংলার প্রস্তাবের বিরোধিতা করেছিল।

শেষ পর্যন্ত বিইআরসি শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানাল।

সূত্র : বিবিসি