লেনদেনের প্রথম ঘণ্টায় পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে, কমেছে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম এবং সবকটি সূচক।
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯ পয়েন্ট।
বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ১ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৩ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ১২৩টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত আছে ৯১টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় ডিএসইতে ১৭০ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূচকের পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক কমেছে ৩৪ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ৫২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৫টি কোম্পানির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত আছে পাঁচটি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সূত্র : ইউএনবি