সপ্তাহের শেষ কার্যদিবসের প্রথম ঘণ্টায় সূচকের উত্থান হয়েছে ঢাকা ও চট্টগ্রামে। এই সময়ে বেড়েছে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৭ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ১০ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৭ পয়েন্ট।
প্রথম ঘণ্টায় ডিএসইতে ১৭০ কোটি টাকা লেনদেন হয়েছে। এই সময়ে ২৮৮টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত আছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।
ঢাকার মতোই উত্থানের মধ্য দিয়ে চলছে চট্টগ্রামের লেনদেনও। সেখানে সার্বিক সূচক বেড়েছে ৮৮ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৮৫টি কোম্পানির মধ্যে ৬৩টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে নয়টির কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৫০ লাখ টাকার ওপর শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
সূত্র : ইউএনবি