বিশ্বব্যাংকের পূর্বাভাস

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে পৌঁছাবে

বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশে কর্মসংস্থান সংকুচিত হয়েছে এবং দারিদ্র্য আগের চেয়ে বেড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক |সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার চার দশমিক আট শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটের অক্টোবর সংস্করণে জিডিপি প্রবৃদ্ধির এ পূর্বাভাস দেয়া হয়।

রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায় খরচ বেশি হওয়ায় দেশে বেসরকারি বিনিয়োগ কম বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বিনিয়োগে ভাটা, কর্মসংস্থানে ঘাটতি, ঝুঁকিপূর্ণ ব্যাংক খাত, উচ্চ খেলাপি ঋণ ও দুর্বল রাজস্ব আদায় এখন অর্থনীতির জন্য বেশ চ্যালেঞ্জিং বলে মনে করে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশে কর্মসংস্থান সংকুচিত হয়েছে এবং দারিদ্র্য আগের চেয়ে বেড়েছে।

এছাড়া, গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কিছুটা কমতে শুরু করলেও এখনো তা বেশি বলে জানাচ্ছে বিশ্বব্যাংক। গত আগস্ট মাসে দেশে মূল্যস্ফীতি ছিল আট দশমিক তিন শতাংশ। বিবিসি