আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৪ মিলিয়ন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৭২১ মিলিয়ন মার্কিন ডলার।
বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট এক দিনে প্রবাসীরা দেশে ১০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ নিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৩৫৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ৩৪ শতাংশ।
যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ২ হাজার ৬৩৫ মিলিয়ন ডলার।