২০২৫-২৬ করবর্ষে ব্যক্তি করদাতাদের জন্য আগামীকাল সোমবার থেকে অনলাইনে আয়কর বিবরণী বা আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। এতে সই করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
আদেশে বলা হয়, করদাতাদের ওয়েবসাইট (www.etaxnbf.gov.bd) এর মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। তবে চার শ্রেণির করদাতা এতে ছাড় পাবেন।
তারা হলেন ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি।
এই চার শ্রেণির করদাতাদের বেলায় এ বিধান পালনে কোনো বাধ্যবাধকতা নেই। তারা চাইলে অনলাইন বা অফলাইন যেকোনোভাবেই রিটার্ন জমা দিতে পারবেন।
একইসাথে কেউ যদি ১ জুলাই থেকে এর মধ্যেই অফলাইনে রিটার্ন জমা দিয়ে দেন তাহলে সেটা সেভাবেই গ্রহণ করা হবে।
আদেশে বলা হয়েছে, অনলাইনে রিটার্ন দাখিলে কারিগরি সমস্যা হলে করদাতাকে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে লিখিতভাবে জানাতে হবে।
তাহলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে ওই করদাতা পেপার রিটার্ন (কাগজে ফরম পূরণ) দাখিল করতে পারবেন।
সূত্র : বিবিসি