পাট রফতানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

কাঁচা পাট রফতানি খাতের বিরাজমান সমস্যাসমূহ সমাধানে গৃহীত পূর্ববর্তী পদক্ষেপগুলোর শর্ত পূরণে রফতানিকারকদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |ইন্টারনেট

কাঁচা পাট রফতানিকারকদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আওতায় কাঁচা পাট রফতানিকারকরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণের স্থিতির ওপর দুই শতাংশ ডাউন পেমেন্ট জমাদানপূর্বক পরবর্তী দুই বছরের জন্য ঋণ পুনঃতফসিল করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ আজ সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, কাঁচা পাট রফতানি খাতের বিরাজমান সমস্যাসমূহ সমাধানে গৃহীত পূর্ববর্তী পদক্ষেপগুলোর শর্ত পূরণে রফতানিকারকদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ২০২৪ সালের ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছিল, কাঁচা পাট রফতানিকারকদেরকে সার্কুলার জারির ছয় মাসের মধ্যে ঋণ পুনঃতফসিলের আবেদন জমা দিতে হবে।

সূত্র : বাসস