সদ্য সমাপ্ত আগস্ট মাসে ২৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২৪ সালের একই সময়ে ২২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ প্রায় ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সবশেষ চলতি অর্থবছরের শুরুর জুলাই মাসে প্রবাসী বাংলাদেশীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন রেকর্ড ২৪৮ কোটি ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস- জুলাই ও আগস্টে রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার। গত বছর একই সময় এসেছিল ৪১৩ কোটি ডলার। এর মানে রেমিট্যান্স বেড়েছে ৭৭ কোটি ডলার যা ১৮ দশমিক ৪ শতাংশ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ মানদণ্ড অনুযায়ী, বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার মজুত বেড়ে ৩ হাজার ১০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর আগে এটি ২ হাজার ৬০০ কোটির বেশি ছিল।
গেল ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৩ কোটি ডলার।