নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫.২ শতাংশ প্রবৃদ্ধি

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১১ হাজার ২৫৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |সংগৃহীত

চলতি অর্থবছরের নভেম্বর মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে এক হাজার ১০৯ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময় দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৮২০ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১১ হাজার ২৫৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল নয় হাজার ৭৫৮ মিলিয়ন ডলার। বাসস