জলবায়ু গবেষণায় এলজিইডির ক্রিলিক ও ৫ পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি

ফার্মগুলো বিদ্যমান নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিকায়ণ বা উৎকর্ষ সাধন, ভিডিও ডকুমেন্টারি এবং প্রিন্ট উপকরণের ডকুমেন্টেশসের জন্য সংশ্লিষ্ট ফ্যাক্টশিট তৈরি করবে।

নয়া দিগন্ত অনলাইন
জলবায়ু স্টাডি ও গবেষণায় এলজিইডির ক্রিলিক ও পাঁচ পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি
জলবায়ু স্টাডি ও গবেষণায় এলজিইডির ক্রিলিক ও পাঁচ পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি |নয়া দিগন্ত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)-এর অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম্প) প্রকল্পের আওতায় পরিচালিত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর সাথে জলবায়ু বিষয়ক স্টাডি ও গবেষণা কাজ বাস্তবায়নের লক্ষ্যে পাঁচটি পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ফার্মগুলো বিদ্যমান নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিকায়ণ বা উৎকর্ষ সাধন, ভিডিও ডকুমেন্টারি এবং প্রিন্ট উপকরণের ডকুমেন্টেশসের জন্য সংশ্লিষ্ট ফ্যাক্টশিট তৈরি করবে। প্রশিক্ষণ ম্যানুয়াল বা উপকরণকে ছয়টি অ্যানিমেটেড এবং ইন্টারঅ্যাক্টিভ ই-লার্নিং কন্টেন্টে রূপান্তর করা। র‍্যাপিড ক্লাইমেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট দ্রুত জলবায়ু প্রভাব মূল্যায়ন করবে এবং জলবায়ু সহনশীলতা বিবেচনায় রেখে মানদণ্ড, পদ্ধতি এবং নির্দেশিকাগুলোর সমন্বয় সাধন করবে। এছাড়া বিগত ৩০ বছরের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির একটি পূর্ণাঙ্গ ডাটাবেস বা তালিকা তৈরি করাসহ উপকূলীয় এলাকায় উপজেলা পর্যায়ে সময়ের সাথে সাথে দুর্যোগের প্রকৃতি কিভাবে পরিবর্তিত হচ্ছে বা ক্ষয়ক্ষতির হার বাড়ছে কি না, তা খুঁজে বের করবে। পাইলট জেলা যেমন, বরগুনা, ভোলা ও সাতক্ষীরা উপকূলীয় জেলাগুলোতে রাস্তা, কালভার্ট বা অন্যান্য গ্রামীণ স্থাপনা তৈরিতে বর্তমানে কী ধরনের উপকরণ (যেমন : ইট, বালু, সিমেন্ট বা বিশেষ কোনো মিশ্রণ) ব্যবহার করা হচ্ছে, তার একটি সঠিক চিত্র তুলে ধরবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচটি পরামর্শক ফার্মের পরিচালকরা এবং এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সৈয়দা আসমা খাতুন, ক্রিম্প প্রকল্প পরিচালক মো: আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো: লতিফ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও তন্ময় চক্রবর্তীসহ ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকরা। বিজ্ঞপ্তি