বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ

বিজ্ঞপ্তিতে এসব সেবা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করে দেয়া হচ্ছে। এই অফিসটি থেকে প্রতিবছর সঞ্চয়পত্র ও প্রাইজবন্ডের সেবা নিয়ে থাকে বিপুল সংখ্যক মানুষ।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০ নভেম্বরের পর এই অফিস থেকে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বিক্রয় বন্ধ ছাড়াও ছেঁড়া-ফাটা নোট বিনিময় ও এ-চালানসহ সংশ্লিষ্ট সেবাগুলো বন্ধ থাকবে।

‘বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট এই সব সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে,’ বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এসব সেবা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।