যে সব পণ্যের দাম বাড়তে পারে

ভ্যাট হার বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে কিছু পণ্য ও সেবায়। যে কারণে আগামী অর্থ বছরে কিছু পণ্যের দাম বাড়বে।

নয়া দিগন্ত অনলাইন
কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে
কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে |সংগৃহীত

ভ্যাট হার বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে কিছু পণ্য ও সেবায়। যে কারণে আগামী অর্থ বছরে কিছু পণ্যের দাম বাড়বে।

দাম বাড়তে পারে যে সব পণ্যের-

অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ বাড়ানোয় এই সেবায় দাম বাড়বে আগামী অর্থ বছরে।

নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাট হার সাড়ে ৭ শতাংশ থেকে বাড়ানো হয়েছে।

সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে ভ্যাটের হার ১৫ শতাংশ করায় সেল্ফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড/কোটেড পেপারের দাম বাড়বে।

আড়াই শতাংশ ভ্যাট বাড়ানোয় দাম বাড়তে পারে ব্লেডেরও।

ভ্যাট দ্বিগুণ বাড়ানোর কারণে প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালি সামগ্রী, হাইজেনিক ও টয়লেট্রিজ সামগ্রীর দাম বাড়বে।

দাম বাড়বে কটন সুতার ও কৃত্রিম আশেরও। কেননা উৎপাদন পর্যায়ে প্রতি কেজি তিন টাকার পরিবর্তে পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এবারের বাজেটে।

সূত্র : বিবিসি