চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনের রেমিট্যান্স প্রবাহে আগের বছরের তুলনায় ১৭.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে রেমিট্যান্স এসেছে দু’ হাজার ১৬৪ মিলিয়ন মার্কিন ডলার।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল এক হাজার ৮৪০ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রবাসীরা সাত হাজার ৬৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল পাঁচ হাজার ৯৭৮ মিলিয়ন মার্কিন ডলার। বাসস