খেজুর আমদানিতে শুল্ক কমলো

সরকার খেজুর আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়েছে এবং অগ্রিম আয়করও কমিয়ে রমজান মাসে পর্যাপ্ত সরবরাহ ও ভোক্তাদের জন্য দাম সহনীয় করার উদ্যোগ নিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক কমালো সরকার
রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক কমালো সরকার |সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং ভোক্তাদের জন্য দাম সহনীয় রাখতে খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে খেজুর আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআর জানায়, রমজানে ইফতারের অত্যাবশ্যক খাবার খেজুরকে সকল শ্রেণির মানুষের নাগালে রাখতে এবং জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এনবিআর আরো জানায়, সর্বশেষ জাতীয় বাজেটে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের মাধ্যমে খেজুরসহ সকল ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এছাড়া, খেজুর ও অন্যান্য ফল আমদানিতে বিদ্যমান ৫০ শতাংশ অগ্রিম আয়কর রেয়াত চলতি বছরও বহাল রাখা হয়েছে।

কর্মকর্তারা জানান, শুল্ক ও অগ্রিম আয়কর কমানোর ফলে আমদানির ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। এতে রমজান মাসে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে এবং বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ হবে।

এনবিআর আশা প্রকাশ করেছে, এ উদ্যোগের ফলে পবিত্র রমজান মাসজুড়ে খেজুরের দাম সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

সূত্র : বাসস