মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রফতানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে আজ একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে দু’টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে ক্রয় করা হয়েছে।
২০২৬ সালের জানুয়ারি মাসে এ পর্যন্ত মোট ৭৪৩ মিলিয়ন এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট তিন হাজার ৮৭৮ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে। বাসস



