সিলেটে ৩ মাসের শিশুকে হত্যা, পিতার গলায় ছুরিকাঘাত

সিলেট নগরীর মেজরটিলা এলাকায় ২ মাসের এক শিশুকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ওই সময় তার সাথে ঘুমিয়ে থাকা পিতার গলায়ও ছুরিকাঘাত করা হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet Sadar

সিলেট নগরীর মেজরটিলা এলাকায় ২ মাসের এক শিশুকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ওই সময় তার সাথে ঘুমিয়ে থাকা পিতার গলায়ও ছুরিকাঘাত করা হয়। বুধবার (২৫ জুন) আসরের দিকে নগরীর মেজরটিলা বাজারসংলগ্ন ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মেয়ের নাম ইনায়া রহমান। সে নগরীর মেজরটিলা বাজারসংলগ্ন ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে।

প্রতিবেশীরা জানান, পরিবার নিয়ে নগরীর মেজরটিলা বাজারসংলগ্ন ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। প্রতিদিনের মতো বুধবার (২৫ জুন) দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার ২ মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা শিশুকে মৃত ঘোষণা করেন এবং তার পিতা আতিকুর রহমানকে দ্রুত ভর্তি করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে আতিকুর রহমান সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫ম তলায় ওপারেশন থিয়েটারে রয়েছেন। তার অস্ত্রোপচার চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কনস্টেবল রাজন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন নয়া দিগন্তকে জানান, ‘আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’