বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্যে পাগল হয়নি। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে পাগল হয়ে আছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) এই অনুষ্ঠানের আয়োজন করে।
যারা বলে বিএনপি ক্ষমতা চায় তাদের উদ্দেশে গয়েশ্বর বলেন, আমাদের নতুন প্রজন্মের নেতা তারেক রহমান বলে থাকেন, ‘আমাদের ভোট দেয়ার দরকার নাই। কিন্তু আমরা আপনার ভোটাধিকারের জন্যে লড়াই করছি, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন।’
বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে মন্তব্য করে তিনি বলেন, রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে। বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি। বিএনপির পেছনে দলগুলোর লাগা দেখে এখন আমার মনে হয়, বিএনপিই ক্ষমতায় যাবে। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্যে তারা একত্রিত হয়েছে। সুতরাং আমি প্রত্যাশা করি, একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ড. ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন করলে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, জনগণ রুখে দিবে।
এসব রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আরো বলেন, আপনারা একটা ঐক্যজোট করেন। ৩০০ আসনে ৩০০ প্রার্থী দেন। বিএনপি এককভাবে ৩০০ প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যাক। আপনারা ফলাফলের পরে গুণে নিয়েন কত ভোট পেলেন, জামানতটা রাখতে পারলেন কী না।
বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতাদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যেমন আমরা বৈষম্য করি নাই, এই আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পড়লেন, তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি কইরেন না। ইতোমধ্যেই আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাসের আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান। জাসাসের সদস্য সচিব জাকির হোসেন খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দীন খান উজ্জ্বল। এ ছাড়াও সংগঠনটির কেন্দ্রীয়, মহানগরসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্বরণ করা হয় এবং জাসাসের প্রকাশিত গানের সিডি মোড়ক উন্মোচন করা হয়।