বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য রেফারেন্ডাম (গণভোট) ব্যাপারটি জাতীয় আসন্ন জাতীয় নির্বাচনের দিন একইসাথে করার যায়।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, ‘আজকে জাতীয় ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নিয়ে ডেকেছিলেন। একটা নিয়ে ফাইনাল স্টেজে আছি আমরা। আজকের আলাপ আলোচনার মধ্য দিয়ে মোটামুটি চূড়ান্ত একটা সিদ্ধান্তের দিকে আমরা এগোতে পেরেছি।’
তিনি বলেন, ‘কনস্টিটিউশনাল অর্ডার করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। আর্টিকেল ১০৬ অনুসারে এই সরকার গঠিত হয়েছে, সরকার পরিচালনার জন্য এবং বিদ্যমান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনের জন্য। এখন কনস্টিটিউশন পাওয়ার কার থাকে? কনস্টিটিউশন পাওয়ার থাকে জনগণের। সেই জনগণ যখন একটা সার্বভৌম অধিকারের বলে গণপরিষদ গঠন করে, তখন তাদের কনস্টিটিউশন পাওয়ার থাকে। যখন অ্যামেন্ডিং (সংস্কার) পাওয়ার দিয়ে থাকে, তখন অ্যামেন্ডিং পাওয়ার থাকে।’