মবোক্রেসির রাজনীতি বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ৫ আগস্টের পরে মানুষের মনোজগতের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বিএনপি যে রাজনীতি করছে, তার বিপরীত রাজনীতি এখন দেখা যাচ্ছে। চট্টগ্রামের বিএনপি নেতার ওপর এরশাদউল্লাহ ও ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নির্বাচন বানচালের কোনো মাস্টারপ্ল্যান আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।
শনিবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির দেশ গড়ার পরিকলল্পনা শীর্ষক এ কর্মসূচির শেষ দিনে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা।
আমীর খসরু বলেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনকে মাথায় রেখে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য বিএনপি যে রাজনীতি চালাচ্ছে তার বিপরীর রাজনীতি এখন দেখা যাচ্ছে। আর এটা মবোক্রেসির রাজনীতি বলেও মন্তব্য করেন আমির খসরু।
আর ওসমান হাদিকে হাসপাতালে দেখতে গেলে মির্জা আব্বাসের ওপরে হওয়া মবের প্রতিবাদ করে বলেন, বিএনপি মবোক্রেসির রাজনীতি সমর্থন করে না।



