মধ্যপ্রাচ্যে আপ বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন

নেতৃত্বে কামাল হোসাইন ও হাসান মাহমুদ

এই আহ্বায়ক কমিটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে-বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন-সংগঠন বিস্তারে কাজ করবে। পাশাপাশি প্রবাসী তরুণদের নেতৃত্বে আনার লক্ষ্যে ‘আপ বাংলাদেশ-প্রবাসী নেটওয়ার্ক’ গড়ে তোলার ঘোষণা দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আপ বাংলাদেশ
আপ বাংলাদেশ |সংগৃহীত

দেশে বিকল্প রাজনৈতিক চর্চার বার্তা ছড়িয়ে এবার প্রবাসেও সংগঠন বিস্তারের ঘোষণা দিলো ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। দলটি প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ৩৮ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে।

বুধবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও সংগঠক কামাল হোসাইন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সদস্য সচিব হয়েছেন কাতার প্রবাসী হাসান মাহমুদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মুহাম্মদ হাসান (সৌদি আরব), মাহফুজ বিল্লাহ, আলী হোসেন (সংযুক্ত আরব আমিরাত) ও মোহাম্মদ আল মাহাদী (মিশর)।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মেহরান তাহমিদ খান, আইয়ুব হোসাইন, মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া, এনামুল হক এনাম (সবাই সংযুক্ত আরব আমিরাত) ও রাফিন আরাফাত (সৌদি আরব)।

কমিটি গঠনের প্রস্তাবনা দেন আপ বাংলাদেশ’র ডায়াসপোরা উইং-এর প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ। প্রস্তাবটি অনুমোদন করেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

নেতারা বলেন, ‘প্রবাসীদের অভিজ্ঞতা, শ্রম ও স্বপ্নকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদার করাই আমাদের লক্ষ্য। আমরা চাই, বিশ্বের যেখানেই থাকুক না কেন, প্রবাসী বাংলাদেশীরা যেন দেশের রাজনৈতিক সংস্কৃতি গঠনে অবদান রাখতে পারেন।’

দলটির পক্ষ থেকে জানানো হয়, এই আহ্বায়ক কমিটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে-বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন-সংগঠন বিস্তারে কাজ করবে। পাশাপাশি প্রবাসী তরুণদের নেতৃত্বে আনার লক্ষ্যে ‘আপ বাংলাদেশ-প্রবাসী নেটওয়ার্ক’ গড়ে তোলার ঘোষণা দেয়া হয়েছে।