জামায়াত আমিরের পক্ষে প্রতীক নিলেন মোবারক হোসেন

আচরণবিধির কোনো ধরণের লঙ্ঘন হলে বা কোনো প্রার্থী লঙ্ঘন করলে তার জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা ও বিভিন্ন টিম রয়েছে। প্রার্থীর কর্মীদের মারধর করার দায়িত্ব কি অপর প্রার্থীর কর্মীদের? গতকাল পীরেরবাগে জামায়াতের ১৬ জনকে আহত করা হয়েছে। যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

বিশেষ সংবাদদাতা
প্রতীক গ্রহণ করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো: মোবারক হোসাইন
প্রতীক গ্রহণ করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো: মোবারক হোসাইন |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের আমির ডা: শফিকুর রহমানের পক্ষে প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো: মোবারক হোসাইন।

আজ বুধবার সকালে আগারগাঁওস্থ ইটিআই ভবনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এই প্রতীক গ্রহণ করা হয়। এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মো: মুসাও উপস্থিত ছিলেন।

প্রতীক গ্রহণের পূর্বে দেয়া বক্তব্যে মোবারক হোসাইন বলেন, আচরণবিধির কোনো ধরণের লঙ্ঘন হলে বা কোনো প্রার্থী লঙ্ঘন করলে তার জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা ও বিভিন্ন টিম রয়েছে। প্রার্থীর কর্মীদের মারধর করার দায়িত্ব কি অপর প্রার্থীর কর্মীদের? গতকাল পিরেরবাগে জামায়াতের ১৬ জনকে আহত করা হয়েছে। যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, আমরা একটি ভালো, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেই ধরনের নির্বাচনের অপেক্ষায় আমরা।