ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, বেগম খালেদা জিয়া একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি প্রয়োজন। বিএনপির নেতাকর্মী ও তার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা জানাচ্ছি।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান মুফতি ফয়জুল করীম। সেখান থেকে বের হয়ে তিনি একথা বলেন।
হাসপাতালে পৌঁছে মুফতি ফয়জুল করীম বিএনপি নেতৃবৃন্দ ও চিকিৎসকদের সাথে কথা বলে বেগম জিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং তার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।



