যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, গতবছরের ৫ আগস্ট তাই ঘটেছিলো। কিন্তু দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন মানুষের জন্য ।
বুধবার (০৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলের আগে তিনি একথা বলেন।
স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়াও হয়েছেন উল্লেখ করে মঈন খান বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বিএনপি চেয়ারপারসন।
রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি বেগম জিয়া- এমন মন্তব্য করে মঈন খান আরো বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন। আর তাই জাতিও তার জন্য উৎকণ্ঠায় আছে।
গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।



