গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান।
তিনি বলেন, নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং চিকিৎসকেরা আশা করছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি হাসপাতাল থেকে ছাড় পেতে পারেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতালে ভিভিআইপি এক নাম্বার কেবিনে শিফট করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘শরীরের বিভিন্ন অংশের ক্ষত স্বাভাবিক হতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। নাকের ভাঙা অংশ নির্দিষ্ট অবস্থানে থাকায় নাক স্বাভাবিক আকারে ফিরে আসবে। চিকিৎসকদের পরামর্শে নুর স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন।’
এদিনে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিক্যালে যান নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।