মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্ব্বোচ আদালত এ রায় দিয়েছেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে জুলাই আন্দোলনের অন্যতম কারিগর ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি বলেছেন, “জননেতা এটিএম আজহারুল ইসলাম নিরপরাধ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পেয়েছেন। প্রধান বিচারপতি এটিএম আজহার ভাইয়ের পূর্ববর্তী রায়ের বিষয়ে মন্তব্য করেন, বিচারটি ‘গ্রস মিসকারেজ অব জাস্টিস' হয়েছে।”
"Gross Miscarriage of Justice বলতে বোঝানো হয়, যখন কোনো বিচারিক প্রক্রিয়ায় গুরুতর ভুল হয়, যা বিচারপ্রার্থীর অধিকার ক্ষুণ্ন করে এবং ন্যায়বিচারের মূল উদ্দেশ্য ব্যাহত করে। যার ফলে নির্দোষ ব্যক্তি শাস্তি পায় এবং প্রকৃত অপরাধী মুক্তি পেয়ে যায়।”
“মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য হাসিনার একটা চক্রান্ত ছিল, তা এখন পুরো জাতির কাছে স্পষ্ট। এখন সময় এসেছে, পূর্ববর্তী রায়গুলোর আইনগত রিভিউ নিশ্চিত করে শাহবাগের অবিচারের বিপরীতে ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই বিগত সকল বিচারিক জুলুমকে আনুষ্ঠানিকভাবে একনলেজ করার।”