ডা: শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় গেলে সমাজে ইনসাফ কায়েম করা হবে

‘আমাদের দেশ গরীব না, আমাদের দেশে অনেক সম্পদ আছে। সম্পদ না থাকলে সাড়ে পনেরো বছরে ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাঠালে কিভাবে? এ টাকা আমাদের দেশে ধনী-গরীব, শ্রমজীবী-মেহনতী সব মানুষের টাকা।’

নয়া দিগন্ত অনলাইন
মিরপুর পীরেরবাগে শ্রমজীবীদের সাথে এক মতবিনিময় সভায় ডা: শফিকুর রহমান
মিরপুর পীরেরবাগে শ্রমজীবীদের সাথে এক মতবিনিময় সভায় ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

জামায়াত ক্ষমতায় গেলে সমাজে ইনসাফ কায়েম করা হবে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: শফিকুর রহমান বলেছেন, মালিক শ্রমিকের সম্পর্কের মধ্যে ইনসাফ না থাকায় শ্রমিক অসন্তোষ দেখা যায়। জামায়াত ক্ষমতায় গেলে সমাজে ইনসাফ কায়েম করা হবে, তখন মালিক-শ্রমিক কেউ কাউকে ঠকাবে না।

তিনি বলেন, ‘আমাদের দেশ গরীব না, আমাদের দেশে অনেক সম্পদ আছে। সম্পদ না থাকলে সাড়ে পনেরো বছরে ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাঠালে কিভাবে? এ টাকা আমাদের দেশে ধনী-গরীব, শ্রমজীবী-মেহনতী সব মানুষের টাকা।’

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় ঢাকা-১৫ আসনের মিরপুর পীরেরবাগে শ্রমজীবীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জামায়াত আমিরের এ বক্তব্যটি সরাসরি সম্প্রচার করা হয়।

ডা: শফিকুর রহমান বলেন, ’আমার কর্মক্ষেত্র যখন সিলেটে ছিল, আমার ছোট একটা গাড়ি ছিল যা আমি নিজে চালাতাম। আমি বারো বছর নিজে গাড়ি চালিয়ে কর্মস্থলে গেছি।’

তিনি বলেন, ‘প্রত্যেক শ্রমজীবীর কষ্টার্জিত টাকা থেকে প্রত্যেক জায়গা কোনো না কোনোভাবে চাঁদা আদায় করা হয়, এ চাঁদার টাকাই এক সময় বড় অঙ্কে বিদেশে পাচার হয়। এভাবেই শ্রমিকের পারিশ্রমিকও বিদেশে পাচার হয়ে যায়। এ টাকা যদি পাচার না হতো তাহলে এ দেশে ইনসাফের সমাজ কায়েম হতো। সেখানে মালিক-শ্রমিক বন্ধু হিসেবে কাজ করতো।’

শ্রমিকের পারিশ্রমিক দ্রুত পরিশোধের বিষয়ে গুরত্বারোপ করে জামায়াত আমির বলেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিতে আল্লাহর নবী সা: আমাদের নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের দেশে পারিশ্রমিকের জন্য শ্রমিকে রাস্তায় নামতে হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেখা যায়। সঠিকভাবে পারিশ্রমিক দিলে কখনো এমনটা হতো না।’

তিনি বলেন, ‘বর্তমানে কারখানার মালিকরা বিভিন্নভাবে চাঁদা দিতে বাধ্য হয়। আর চাঁদার এ টাকা তারা শ্রমিকের বেতন থেকে কেটে নেয়ার চেষ্টা করেন। আমরা ঘোষণা দিয়েছি–আমরা দুর্নীতির জট কেটে দেবো। যখন আমরা এটা করতে পারব তখন প্রত্যেকেই ইনসাফ ভিত্তিকভারে নিজেদের পাওনা পাবে।’

মিরপুর পূর্ব থানা জামায়াতের পীরেরবাগ অঞ্চলের উদ্যোগে থানা আমির শাহআলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর জামাতের নায়েবে আমির আব্দুর রহমান মুছা। সভায় বিভিন্ন পেশার বিপুলসংখ্যক শ্রমজীবী নাগরিক উপস্থিত ছিলেন।