বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত রোববার থেকে রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার ফুসফুসে (চেস্টে) সংক্রমণ ধরা পড়েছে।
তিনি বলেন, ‘কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।’
চিকিৎসকরা জানাচ্ছেন, শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।



