শারদীয় দুর্গোৎসব ঘিরে নাশকতার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করা হবে। এদেশের মানুষ বার বার ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে, এবারো সফল হতে দেবো না।’
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশকে কেউ উপনিবেশে পরিণত করতে পারবে না। এবারো দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি পরাজিত শক্তি নানা ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। কিন্তু অতীতের মতো এবারো তারা ব্যর্থ হয়েছে। দেশবাসী ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করেছে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে- কিন্তু সব ষড়যন্ত্রের বেড়াজালকে বার বার ছিন্ন করেছে এ দেশের সব ধর্ম-বর্ণের মানুষ। দেশের ভেতর ও বাইরে থেকে নানা অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর চেষ্টা হয়েছে। কিন্তু মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধন- সেটাই এই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে।’
রিজভী বলেন, ‘সকল ষড়যন্ত্রের মধ্যেও আজকের এই পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশ আজ প্রাণচঞ্চল। পূজা মানেই ধর্মীয় উৎসব নয়, এটি এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই উৎসব প্রতিটি মানুষের মাঝে উৎসবের অনুভূতি তৈরি করেছে।’
তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হলে সব সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থাকে নিখুঁত রাখতে হবে, যাতে কোনো ধরনের উসকানি বা হামলা সফল না হয়।’