রাজশাহীতে মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে খুনের ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একইসাথে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান সাবেক এই সংসদ সদস্য।
রোববার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের বর্বর হত্যাকাণ্ড সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এক নিরপরাধ সন্তানকে হত্যা এবং তার মায়ের ওপর সন্ত্রাসী হামলা মানবতাবিরোধী অপরাধের শামিল। এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। একইসাথে নিহতের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করেন।
ঘটনার মূল রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের গ্রেফতার ও দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিতেরও দাবি জানান জামায়াত সেক্রেটারি।
সূত্র : বাসস



