আপ বাংলাদেশের ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত

আজ শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
আপ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সভা
আপ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সভা |সংগৃহীত

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির চতুর্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ’র সঞ্চালনায় সভায় সংগঠনের সাংগঠনিক বিস্তৃতি, গঠিত কমিটিসমূহের কার্যক্রম, আসন্ন নির্বাচন, সম্ভাব্য জোট গঠন এবং রাজনৈতিক নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট জেলা ও মহানগর কমিটি গঠন এবং উপজেলা-থানা পর্যায়ে সংগঠন বিস্তারের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সদ্য অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থী এবং নবনির্বাচিত কেন্দ্রীয় সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় সংগঠনের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সংগঠক নাঈম আহমাদসহ কেন্দ্রীয় কমিটির ৫৭ জন সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর আবরার ফাহাদের শাহাদতবার্ষিকী উপলক্ষে সারাদেশে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে বলে সভায় জানানো হয়।